আমরা ( Unlimited Learning Pro ) কম টাকায় লার্নিং ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে থাকি যেগুলো ব্যবহার করে যেকেউ পৃথিবীর ডিমান্ডিং স্কিলগুলো অর্জন করতে পারবে । নিচে আমারা আমাদের Vision. Mission & Refund পলিসি নিয়ে কথা বলেছি।
Vision & Mission:
বাংলাদেশী নতুন প্রজন্মের কাছে পৃথিবীর বেস্ট ওয়েবসাইটগুলো অ্যাক্সেস একেবারে কম টাকায় এনে দেওয়া জেনো তারা তাদেরকে “World Class” করে প্রস্তুত করতে পারে।
কম টাকায় কিভাবে দিচ্ছিঃ
আমরা যে ওয়েবসাইটগুলো অ্যাক্সেস দিচ্ছি প্রায় সবগুলোরই মাসিক খরচ ২০০০ – ১০,০০০ এর মত । কিন্তু আমরা ২০০ – ৯৯৯ টাকায় ওয়েবসাইটগুলো অ্যাক্সেস আপনাদেরকে মেনেজ করে দিচ্ছি যেটা প্রথম প্রথম কেউ দেখলে অবিশ্বাস্যই মনে করবে ।
আমরা ট্রায়াল, অফার, অ্যাফিলিয়েট, গ্রুপ বাই যেভাবে যেটা সম্ভব সেভাবে সেই ওয়েবসাইটএর অ্যাক্সেস মেনেজ করি। কিছু কিছু প্রোডাক্টের জন্য আমাদের কোন টাকা খরচ হয় না। আবার কিছু প্রোডাক্টের জন্য আমাদের অনেক টাকা খরচ হয়।
আমরা আপনাদের থেকে যে টাকা নেই সেটা সার্ভিস ফি হিসেবে নেই এবং এগুলো ব্যবহার করি Ads, IP, Hosting, Tools, Software এগুলো সহ বিভিন্ন প্রয়োজনীয় টুলস কেনার জন্য। খুবই সামান্য পরিমানে লাভ অবশিষ্ট থাকে , যেটা আমরা পারিশ্রমিক হিসেবে নেই।
রিফান্ড পলিসিঃ
যেহেতু আপনাদের টাকাগুলো আমরা সার্ভিস ফি হিসেবে নেই এবং বেশীরভাগ টাকাই পুরো প্রসেসের মধ্যে খরচ হয়ে যায় তাই আমরা চাইলেও আপনাকে পুরো রিফান্ড দিতে পারব নাহ। তবে আপনি আমাদের অন্য প্রোডাক্টগুলো নিতে পারবেন। আমাদের কাছে খুবই ভাল ভাল প্রোডাক্ট আছে যেগুলো প্রায় সবার জন্যই ইম্পরট্যান্ট ।
৯৫% ক্ষেত্রেই আমাদের প্রোডাক্টগুলোতে কোন সমস্যা হয় নাহ এবং পুরো সময় জুরে ব্যবহার করা যায় কারন আমরা যেকোনো প্রোডাক্ট বিক্রির আগে নিজেরা টেস্ট করে নেই।
তবে আপনি অর্ডার করার পর যদি আমরা সেই প্রোডাক্ট আপনাকে ডেলিভারি না দিতে পারি তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে আপনি রিফান্ড পেয়ে যাবেন।